Post
Topic
Board Other languages/locations
Re: সাতোশি নাকামোতো মূর্তি লুগানোতে নিখোঁজ।
by
God Of Thunder
on 11/08/2025, 09:35:40 UTC
এটা ভেঙে দিয়ে কারোই কোন কিছুই লাভও হবে না ক্ষতি হবে না এই রকমের চিন্তা আপনি করলেও যারা এটা করেছে তারা ভাবেনি। এটা মেন্টাল ট্রেডাররা করে নাই ভাই। এটা যারা করেছে তারা ভেবেচিন্তেই এরকমটা করেছে। যদিও যতটুকু জানতে পেরেছি মাতাল অবস্থায় তারা ক্যাফে থেকে ফিরে যাওয়ার সময় এরকমটা করেছে।

মেন্টাল ট্রেডার রা করেছে কি না সেটা তো আপনিও বলতে পারছেন না। তাই এই সম্ভাবনা আমি মোটেও উড়িয়ে দিবো না। আর মাতাল অবস্থায় করে থাকলে তারা আবার ভেবে চিনতে করেছে মানে? মাতাল অবস্থায় কেউ ভেবে চিনতে কাজ করতে পারে সেটা তো আমার জানা ছিলো না। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন বাংলাদেশী মদ খেয়ে মাতাল হয়ে এয়ারপোর্টে এয়ারলাইন্সের লোকজনকে গালাগালি করছে। আবার আরেক ভিডিওতে দেখলাম পাবলিক তাকে ধরে কেলাচ্ছে।

একবার ভাবলাম যে এই ব্যাক্তি মাতাল হয়ে ফ্লাইট মিস করে ফেলছে, আসলে তার কোনো চিন্তা শক্তি কাজ করেছে? করলে সে কি এরকম টা করতে পারতো? মাতাল হলে সবারই চিন্তা শক্তি লোপ পাওয়ার কথা। তো আমি বলবো না যে যারা করেছে, তারা যদি মাতাল হয়ে থাকে, তাহলে তারা ভেবে চিন্তে করেছে। যাই হোক, এরকম উন্নত দেশের ইনভেস্টিগেশন আশা করি ভালো হবে এবং কালপ্রিট কে তারা ধরতে পারবে।