তবে যারা এটা করেছে তারা অবশ্যই রহস্যের একটা বিষয় সৃষ্টি করে গেছে। যদিও সঠিক তথ্য এখনো জানিনা কেন তারা এরকমটা করেছে। তবে সুইজারল্যান্ডের প্রশাসকরা যদি ভালোভাবে তদন্ত করে বের করতে পারে তাহলে হয়তো এটা শোনা যেতে পারে আসলে কি হয়েছে।
যেহেতু তারা মুর্তিটা খুজে বের করার জন্য পুরস্কার অফার করেছিলো, তাই যারা এই কাজ করেছে অবশ্যই তাদের খুজে বের করার চেষ্টা করবে এবং সুইজারল্যান্ড উন্নত দেশ তারা হয়তো খুজে পাবে। মুর্তিটার আকার আকৃতি দেখে মনে হয় ওজনএ অনেক ভারি ছিলো, মেবি স্টিলের ছিলো। তাই একা কারো পক্ষে সেটা ফেলে দেওয়ার ক্ষমতা ছিলো না, হয়তো কোন এক গ্রুপ মিলে এই কাজটা করেছে।
আজকে বিটকয়েনের দাম $১১৮ হাজার ডলার থেকে দ্রুত বেড়ে $১২২ হাজার ডলারের উপরে উঠেছিলো, কিন্তু আবারো $১১৮ হাজার ডলারে ফিরে এসেছে, এর কারন কী ছিলো? হটাৎ দাম বেড়ে যাওয়া আবার আগের অবস্থানে ফিরে আসা? ভেবেছিলাম আবারো নতুন অলটাইম হাই দেখতে চলেছি কিন্তু আবারো মার্কেট লাল হয়ে যায়।