Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 12/08/2025, 16:42:17 UTC
আলহামদুলিল্লাহ হিরো মেম্বার হয়েছি।



অবশেষে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বার পদে পদন্নোতি হয়েছে। সত্যিই আজকে আমি খুবই হ্যাপি, সবারই আশা থাকে পদন্নোতি হওয়ার, র‍্যাংক আপ হলে যে কতটা আনন্দ হয়, যারা র‍্যাংক আপ করেছে তারা সবাই জানেন। দুই বছরের বেশি সময় ধরে এই ফোরামে রয়েছি, আপনাদের কাছে থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং কোন বিষয়ে হেল্প চাইলে আপনারা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। যাইহোক, সকলে আমার জন্য দুয়া করবেন, সামনে যেনো আরও এগিয়ে যেতে পারি, আমিও আপনাদের জন্য প্রার্থনা করি সবাই যেনো আরও এগিয়ে যেতে পারে। সকলকে ধন্যবাদ।

অভিনন্দন ভাই, বাংলা তে আসেন না কেনো? আরেকটু বেশি বেশি আসবেন, আড্ডা দিবেন কথা বলবেন। কিছু টিপস শেয়ার করেন, কিভাবে দ্রুত র‍্যানক আপ করা যায়। আপনারা সিনিয়র মেম্বার আমাদের থেকে। 

সবাই কেমন আছেন। কি এক দিন চলে আসলো,  সবাই কম বেশি অসুস্থ হয়ে পরছে। টানা দুইদিন জ্বর এ ভুগলাম,  এখনো পুরোপুরি রিকভারি হতে পারি নাই। আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন।একটু সাবধানে চলবেন সবাই, সিজন টাই কেমন যেনো চলছে