Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 13/08/2025, 12:39:56 UTC
এগুলো দেখাশোনার দায়িত্ব ছিলো বিজিবির। পুলিশ সেখানে থাকে না। যেহেতু এটা জিরো পয়েন্ট এলাকা, এখানে বিজিবি সব সময় টহল দিতো। আমি যখন সেখানে গিয়েছিলাম, বিজিবির পাহারা সেখানে চলমান ছিলো। হাসিনা পালানোর পর পর এসব ঘটনা ঘটেনি। ঘটেছে গত সপ্তাহে। হাসিনা পালানোর ১ বছর পর এসে এই ঘটনা ঘটেছে। বিএনপির রুহুল কবির রিজভীর সাক্ষরিত একটা প্রেস বিজ্ঞপ্তি তে জানা যায় যে সেই এলাকার বিএনপির সভাপতির বিরুদ্ধে পাথর চুরির অভিযোগ প্রমানিত হওয়ায় তারা তাকে দল থেকে বহিস্কার করেছে। তার মানে হলো, বিএনপি এর দায় নিয়েছে। শত কোটি টাকার পাথর সরিয়ে ফেলার পর এখন বহিস্কার করে আর কি লাভ? বিএনপি কি এমন হয়ে গেছে যে তারা যখন যেখানে পারবে লুটপাট করবে? হুট করে বিজিবি সেখান থেকে টহল সরিয়ে নেয়ার কারন কি? সেখানে এরকম নিরব ভূমিকা পালন করার পেছনে কারণ কি? সরকার থেকে এটা কি ইনভেস্টিগেট করা হয়েছে? দিন দুপুরে ডাকাতের বাচ্চারা সব লুটে খাচ্ছে।
কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে প্রশাসনের এমন অনেক কর্মকর্তা রয়েছে যারা অলরেডি বিএনপি এর তাবেদারী শুরু করে দিয়েছে যেমনটা আগে করত আওয়ামী লীগের, কারণ তারা ধরেই নিয়েছে যে বিএনপি হবে পরবর্তী সরকার আর যদি এখন তাদের পা হো*গা চাটাচাটি করা যায় তাহলে পরবর্তীতে তাদের সুনজর তাদের উপরে পড়লে খুব সহজে প্রমোশনটা পেয়ে যাবে প্লাস এখনও তো কিছু টাকা কমিশন পাবেই সেই সাথে সাথে ভবিষ্যতে আরো কোটি কোটি টাকা পেটে ভরতে পারবে।

এখন ইনভেস্টিগেশন এর ব্যাপারটা অবশ্যই প্রয়োজন যেহেতু অলরেডি বিএনপির কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে। এর ভেতর পর্যন্ত দেখা উচিত। কারণ এই পাথরগুলো তৈরি হতে আবারো কয়েক শত বছরের বেশি সময় লাগবে তাই এই ক্ষতি অপূরণীয়।