সম্মানিত ভাই এবং ব্রাদার্সরা আর যদি আপুরা থাকেন, অনেক তো হলো পাথর কেলেঙ্কারি নিয়ে কথা, মার্কেটের অবস্থা কি কেউ খেয়াল রাখতেছেন?

গতকাল মার্কেট দেখে আমি অবাক হয়েছিলাম যে ইথারিয়াম প্রায় তার নতুন অলটাইম হাই প্রাইস তৈরি করার কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু অল্পের জন্য করতে পারেনি। আর এই দিক দিয়ে আবার বর্তমানে মার্কেটের লালবাতি দেখতে পাচ্ছি প্রায় সকল কয়েনেই লালবাতি জ্বলে উঠেছে?
এটাকে আসলেই ছোট একটা মার্কেট কারেকশন নাকি আমি যেটা এর আগে বলতেছিলাম সেই রাস্তায় যাচ্ছে? যদিও আমার মনে হচ্ছে এই যাত্রায় হয়তোবা আমরা ছোটখাটো একটা অল্ট সিজন দেখা পেতে পারি যদিও আমার এক্সপেক্টেশন অন্যটা ছিল এই মার্কেট নিয়ে।