১৫ই আগষ্ট শোক দিবস।
ভাই ব্রাদার সকলের কি আজকে দিনের কথা মনে আছে? আজকের এই দিনে সরকারি ছুটি ছিল এবং সারা দেশে শোক পালন করা হতো। মানে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা হয়েছিলো, আজকে বঙ্গবন্ধুর ৫০ তম মৃত্যুবার্ষিকী।
বিগত দুই বছর ধরে শেখ মুজিবুর রহমানের কোন দিবস পালন করা হয় না, আর খিচুড়িও রান্না হয় না, দুই বছর আগেও আমাদের এখানে সারাদিন শোক দিবসের গান বাজানো হয়েছিলো, দুই বছর ধরে অত্যন্ত শান্তিতে রয়েছি, চতুর্দিকে নিরব নীরবতা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় খিচুড়ি পাচ্ছি না, হা হা।
যাইহোক, আমরা যাই বলি না কেনো, স্বাধীন বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর অবদান ভুলে যাওয়ার মতো না, তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন যার ফলে বাঙালি জাতি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, যার কারণে আজকে আমাদের পৃথিবীর বুকে বাংলাদেশ নামক দেশ রয়েছে। তাই তিনি খারাপ ব্যক্তি হলেও তার অবদান গুরুত্বপূর্ণ ছিল।
আপাতত এটা আর কেউ মনে রাখতে যাবে না কারণ দেশের ইতিহাসই তো চেঞ্জ হয়ে গেছে ভাই। তবে বঙ্গবন্ধুর ৭১ সালের স্বাধীনতার সময়ের কথা কেউ ভুলবে না। শুধু তার মেয়ের স্বৈরাচারী হাসিনার জন্য তার এত বিপর্যয় হয়েছে তাছাড়া কোন কিছুই হতো না।
বিগত দুই বছর যাবত তার কোন দিবস পালিত হয় না কারণ সবকিছু ভালোভাবেই জানে আর হয়তো সামনের ১০-১৫ বছর তার কোনকিছুই পালিত হবে না। কেন পালিত হবে না সেটাও এখন বর্তমানের প্রেক্ষাপট অনুযায়ী ভালো জানে। তবে একটা গান কিন্তু আজকে খুবই মিস করছি (যদি রাত পোহালেই শোনা যেতো তারা কেউ মরে নাই) সেই সাথে খিচুড়ি খাওয়াটাও মিস করেছি আজকে।
সে খারাপ হোক আর যাই হোক তাকে এই বাংলাদেশ কোনদিনও ভুলে যাবে না। তাকে খারাপ ভাবে দেখার একমাত্র কারণ হচ্ছে তার মেয়ে স্বৈরাচারী হাসিনা।