Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 2 users
BBcode ঝামেলা থেকে মুক্তি
by
Royal Cap
on 17/08/2025, 08:39:13 UTC
⭐ Merited by Crypto Library (2) ,Mahiyammahi (1)
হ্যালো সবাই, কেমন আছেন?

অনেকদিন ধরেই একটা বিষয় আমার চোখে পড়ছিলো। আমরা যারা বিটকয়েন্টকে লিখি বা আলোচনা করি, প্রায় সবাই একটা জায়গায় এসে আটকে যাই – সেটা হলো BB code

আসলে এখানে অনেক কিছু শেখা যায়, নতুন আইডিয়া শেয়ার করা যায়, কিন্তু যখন পোস্ট করার পালা আসে তখন অনেকেই হিমশিম খায়। কারণ সুন্দরভাবে পোস্ট সাজাতে গেলে BB code ব্যবহার করা লাগে, আর এটা সবার পক্ষে সহজ নয়। বিশেষ করে নতুনদের জন্য তো আরও কঠিন।

আমি মনে করি আমরা সবাই এমন সমস্যায় পড়েছি – টেবিল বানাতে চাই, বা একটু সুন্দরভাবে লেখা সাজাতে চাই, কিন্তু BB code-এ গিয়ে দেখি মাথা ঘুরে যাচ্ছে।  Cheesy

এই সমস্যাটা মাথায় নিয়েই আমি কিছুদিন আগে খোঁজাখুঁজি শুরু করি। ভাবছিলাম, এমন কোনো টুল যদি থাকত যেখানে আমি সহজে লিখে ফেলতে পারতাম, তারপর সেটা সরাসরি BB code-এ কনভার্ট হয়ে যেত! অবশেষে AI এর সাহায্যে আমি নিজেই একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম।

এখন ব্যাপারটা একেবারেই সোজা –
আপনি যা কিছু এই এডিটরে লিখবেন, সেটা এক ক্লিকেই BBcode-এ কনভার্ট হয়ে যাবে।

ধরুন, আপনি একটা টেবিল বানাতে চান। BB code দিয়ে টেবিল বানানো সত্যি বলতে ঝামেলার, নতুনরা তো একদম বুঝতেই পারে না। কিন্তু এই এডিটরে আপনি Google Docs-এর মতোই ভিজ্যুয়ালি টেবিল বানাতে পারবেন। তারপর সেটা সরাসরি BB code-এ রূপান্তর হয়ে যাবে।

  • এখানে আমি একটা টেবিল আর কিছু বুলেট পয়েন্ট বানিয়ে দেখালাম – একদম সাধারণ এডিটরের মতো সহজ।


  • কনভার্ট করার জন্য আমাকে শুধু উপরে চিহ্নিত বোতামে ক্লিক করতে হলো, আর সঙ্গে সঙ্গে সব লেখা BB code-এ চলে এলো।


এখন যা করতে হবে তা হলো – কোড কপি করে নিয়ে সরাসরি ফোরামে পেস্ট করে দিন।

আমি নিচে লিংক দিয়ে দিলাম। চাইলে একবার ঘুরে দেখতে পারেন। বিশেষ করে যারা নিয়মিত লিখেন, বা লেখাকে একটু সুন্দরভাবে সাজাতে চান, তাদের জন্য এটা অনেক বড় সহায়ক হবে।

আমার কাছে মনে হয়েছে, ছোট একটা টুল হলেও এর ব্যবহার অনেক বড়। কারণ ফোরামে সময় বাঁচানো মানেই আলোচনায় বেশি মনোযোগ দেওয়া। আর লেখাগুলো যখন সুন্দরভাবে উপস্থাপন করা যায়, তখন পাঠকরাও পড়তে বেশি আগ্রহী হয়।

আমি যে সাইট বানিয়েছি : https://royal-cap.github.io/bbcodebtt
অরিজিনাল ওয়েবসাইট : https://www.sceditor.com
ইংলিশ পোস্টের লিংক : The Easiest Way to Format Posts on Bitcointalk (No BBCode Skills Needed)

═══════════ ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পড়ার জন্য ═══════════