Mahiyammahi ভাই Congratulations দেখতে দেখতে Sr. Member হয়ে গেলেন। শুভ কামনা রইলো ভাই আপনার জন্য। বাংলা কমিউনিটির সীমিত কয়েকজন মেম্বারের মধ্যে আপনারও rank উপরের দিকে চলে আসলো। যাই হোক ভাই আমি দেখলাম একটা টুলস তৈরি করে প্রচুর পরিমাণে সারা পেয়ে এগিয়ে গেছেন। ফোরামে এরকম ভালো ভালো কাজ করবেন যাতে করে আপনাদের যারা সুনাম বয়ে আসে আমাদের লোকাল বোর্ডের।
রেংক বৃদ্ধি পেয়ে Sr. Member হয়ে গ্লোবালে হারিয়ে যায়েন না ভাই বাংলা কমিউনিটিতেও সময় দিয়েন। আপনার এই অগ্রযাত্রা শুভ হোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।