Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 23/08/2025, 13:16:47 UTC
অফ টপিক!

আমি আসলে কোনো কিছু করার আগে কাছের মানুষের পরামর্শ খুজি। অনেক সময় ভালো লাগে, অনেক সময় লাগে না। হুটহাট করে চাকরীর প্রতি মন উঠে যায়। কোনো প্রকার জব করতে একেবারেই ইচ্ছা করে না। আবার এই ফোরামেও যে পোষ্ট করে ইনকাম করি, সেটা থেকে যে ইনকাম, সেটাও হারাম। আমি আসলে কোনো ভাবেই বুঝে উঠতে পারছি না যে ভবিষ্যতে কি করবো। আমার বাপ দাদার ফসলি কোনো জমি নেই। আমার ইনকাম ও খুব বেশি না। মাঝে মাঝে চিন্তা করি ভবিষ্যতে আসলে কি করবো। কতোবার নানান ব্যাবসা করবো বলে ভেবেছি, কিন্তু করে উঠতে পারিনি। আবার অনেকেই বলে এটা সম্ভব না, ওটা সম্ভব না। আমি আসলে মানসিক ভাবে বিকারগ্রস্থ হয়ে যাচ্ছি। মেজাজ খিটখিটে, বস বলেন, কলিগ বলেন, সবার সাথে একই রকম। চাকরি আর করবো না। কিন্তু কি করবো? ইন্টারনেটের প্রায় ৯০ ভাগ ইনকাম কোনো না কোনো ভাবে হারাম।

আমি থাকি গ্রাম অঞ্চলে, পারলে কিছু পরামর্শ দেন কি করা যায়। কতোবার ভেবেছি পুকুর নিয়ে মাছ চাষ করবো। আবার ভেবেছি মুরগী পালন করবো। আবার ভেবেছি গরু পালন করবো। কিন্তু কোনো পরিকল্পনাতেই আগাতে পারছি না। মানুষ বিদেশে ইনকাম করে টাকা নিয়ে দেশে এসে কিছু একটা করে। কিন্তু কি করে মানুষ? আমি বাড়িতে কি করবো? এগুলো ভেবেই দিন যাচ্ছে আর আমি মেন্টালি প্রেশারে পড়ে যাই। কয়দিন বা বাচবো?

ভাই আমি নিজেও সেইম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বর্তমানে যা আছে তা কোনো স্টেবল সোর্স না। আজ আছে কাল নেই। ভবিষ্যতের কথা ভাবলে ডিপ্রেশনে ভুগি। একটা যদি স্টেবল সোর্স (ব্যবসা) থাকতো বাপ দাদার, বা সিকিউর কোনো সরকারী জব থাকতো তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম।

আমি এপর্যন্ত অনেক কিছু ট্রাই করছি বাট কোনোটাতেই ভালো ফল পাইনি। বাবা আমার বাড়ির সামনে মাঝারি একটা জায়গায় বাগান করে, সেতেই তিনি ভালো ফল পান। বাট আমি কিছু করতে গেলেই হয়না। আমি অলরেডি মুরগির ফার্ম ট্রাই করে দেখছি, ফিড খাওয়াইতে খাওয়াইতে পকেট ফাঁকা। অনেক মুরগি ছিলো, সপ্তাহে এক বস্তা বিভিন্ন (৫ হাজার টাকা) ফিড লাগতো। পরে পরে মুরগির সংখ্যা কমায়ে আনছি। গ্রামে সেলার বা নায্য দাম পাইনি। গরু নিয়েও চেষ্টায় আছি। বাগানেই গরুর ঘর বানানোর ট্রাই করতেছি। ছোট খাটো ভাবে গাথনি দেয়া হইছে। আবার কিছু বন্ধু মিলে অনলাইন বিজনেসের ট্রাই করতেছি। বিভিন্ন টিশার্ট গেস্জি জার্সি, বাট এটাতেও ভালো প্রোগ্রেস হচ্ছেনা। সবশেষে নিজের স্কিল বাড়ানোর ট্রাই করতেছি। ভিডিও এডিটিং এর কাজ শিখি আমি।

আনফরচুনেটলি আপনারে কোনো পরামর্শ দিতে পারলাম না। জাস্ট নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আপনি শুধু একা এই ফেজ পার করতেছেন না, আমরা অনেকেই সেইম সিচুয়েশনে আছি।