যারা ইথিরিয়াম জমিয়ে রেখেছেন, তাদের জন্য এই সপ্তাহটা ভালোই যাচ্ছে । কেননা ইথিরিয়াম নতুন সর্বোচ্চ মূল্যে পৌছে গিয়েছে, যেটি আমার মতো অনেক ETH Maxxi রা অপেক্ষার প্রহর গুণছিলো ।
নতুন সর্বোচ্চ মূল্য: ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে, ইথিরিয়াম ৪৯৪৬ ডলারে পৌছে ছিল, যেটি এখন ইথিরিয়ামের সর্বোচ্চ মূল্য। আশা করা যায়, কিছুদিনের মধ্যে ৫৫০০ তে দেখা যাবে, যদি বিটকয়েন ডাম্প নাহ করে। আপনাদের কি মনে হয়, মার্কেট কি এখান থেকে ডাম্প করবে নাকি আরো কিছু পাম্প আশা করা যায়?
Michael Saylor এর বিটকয়েন ক্রয়ে ইঙ্গিত: Saylor আজকে
সন্ধ্যার সময় টুইট করে ইঙ্গিত দিয়েছে যে, সে আরো বিটকয়েন ক্রয় করতে পারে। তাই যারা Perp কিংবা Derivative ট্রেডিং করেন, তারা নতুন ট্রেড নিতে পারেন। কারণ মার্কেট ডাম্প করার সম্ভাবনা অনেক। এর আগে যতবারই ক্রয় করেছে, মার্কেট আগে ডাম্প হয়েছিল এবং তার টুইটের পরই মার্কেট ভালো পাম্প করতো। বাকি নিজেরা বিশ্লেষণ শেষ করে ট্রেড নিয়ে।
Pear Protocol নামে একটি Perp Dex প্রজেক্ট রয়েছে । তারা তাদের প্লাটফর্মে কিভাবে ট্রেড করবেন এবং লাভ করতে পারবেন, সেটির উপর একটি ফ্রি Udemy কোর্স চালু করেছে। যারা Derivative কিংবা Future ট্রেডিং করেন, তারা চাইলেই কোর্সটি থেকে নতুন কিছু শিখতে পারেন।
কোর্স লিংক: https://www.udemy.com/course/become-a-profitable-crypto-pair-trading-expert/সোর্স: https://x.com/pear_protocol/status/1958145400671711295