Post
Topic
Board Other languages/locations
Merits 6 from 2 users
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 28/08/2025, 03:32:31 UTC
⭐ Merited by Xal0lex (5) ,Mahiyammahi (1)
হ্যাল ফিনির ১১তম মৃত্যুবার্ষিকী

[পিকচার টুইটার থেকে সংগৃহীত]

আজ থেকে ১১ বছর আগে হ্যাল ফিনি ২০১৪ সালে ২৮শে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান। তিনি কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। সাতোশি যুগের বিটকয়েনে তার অবদান রয়েছে। বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো হ্যাল ফিনির সাথে প্রথম বিটকয়েন লেনদেন করেন। হ্যাল ফিনি ২০০৯ সালে ১২ই জানুয়ারি বিটকয়েনের ১ম ব্যবহারকারী হিসেবে সাতাশির কাছে থেকে ১০ টি বিটকয়েন পেয়েছিলেন। যেহেতু, হ্যাল ফিনি সাতোশির কাছে থেকে বিটকয়েন পেয়েছিলেন, মেবি তিনি বেচে থাকলে সাতোশি নাকামোতোর পরিচয় জানা যেতো।

যাইহোক, তিনি পরপারে চলে গেছেন, কিন্তু  বিটকয়েনে অবদান রেখে গেছে, যা যুগের পর যুগ বিটকয়েন ব্যবহারকারীরা তার কথা স্মরণ করবে।

RIP Hal Finney