Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 29/08/2025, 06:37:27 UTC
ভাই কার্ড ছাড়া কিভাবে কার্ড পেমেন্ট করবো কারো কোনো আইডিয়া আছে? প্রথমত আমার কোনো ফিজিক্যাল কার্ড নাই, আর ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড কিভাবে কাজ করে বা কোথায় পাবো বুঝতেছিনা, জানিনা। আর ভার্চুয়াল কার্ডে KYC করা লাগবে কিনা! পেমেন্ট এমাউন্টটা ভালোই বড়, আর কার্ড ছাড়া অন্য কোনো মেথড দেখতেছিনা আপাতত। নিচে দেয়া ছবির মতো চেকআউট গেটওয়ে। আমি মূলত একটা এপস্ এর সাবক্রিবপশন কেনার ট্রাই করতছি!