আমি কিছুদিন বাইবিটের ভার্চুয়াল কার্ড ব্যবহার করেছি। আমার অভিজ্ঞতা থেকে এটা অনেক সুবিধা জনক। কিন্তু বর্তমানে বাংলাদেশে থেকে ব্যবহার করা যায় না। হয়তো ভবিষ্যতে আবার বাংলাদেশে থেকেও ব্যবহার করা যাবে।
করা যাবে না কেনো? আমি তো আমার কাজের জন্য বাইবিটের কার্ড ই ব্যাবহার করে আসছি প্রায় ১ বছর ধরে এবং এখনো রানিং আছে। কোনো প্রকার ডকুমেন্ট লাগে না যদি আপনার একাউন্ট অলরেডি ভেরিফাই করা থাকে। যাস্ট ফান্ড ঢুকাবেন আর ব্যাবহার করতে থাকবেন। আমার কার্ড কয়েকবার ফ্রিজ হয়েছিলো, কিন্তু প্রতিবারই আমি বাইবিটে ঢুকে আনফ্রিজ করে নিয়েছি। এখন অব্দি এটা আমার কাছে সবচাইতে সহজ মাধ্যম মনে হয়।
আমি এর আগে অন্যান্য কার্ড ব্যাবহার করেছি, কিন্তু বাইবিট ভালোই লাগছে যেহেতু আমি ক্রিপ্টো ইউজার।
@Crypto Library ফালতু সিস্টেম ভাই। ১০০ ডলারের জন্য ১০ ডলার নাই হয়ে গেলে ডলারের রেট কতো করে পড়লো? আজাইরা টাকা নষ্ট করার কি দরকার? বাইবিটের কার্ড ইউস করেন, একদম শান্তি।