Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 03/09/2025, 02:15:08 UTC
💥 ট্রাস্ট পয়েন্ট আপডেট 💥


আপনি বিন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করলে ট্রাস্ট পয়েন্ট অর্জন করতে পারবেন, আপ টু উইক ৩০০ পয়েন্ট।

* প্রতি ডিপোজিটে ৫০ পয়েন্ট করে পাবেন।
* ৬ টি নেটওয়ার্কের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন: Ethereum, BNB Smart Chain, Arbitrum, Tron, Base & Solana

প্রতি ৭ দিন পর পর আবার নতুন করে শুরু করা যাবে। মানে প্রতি সপ্তাহে ৩০০ করে পয়েন্ট অর্জন করা যাবে।

[ur=https://x.com/TrustWallet/status/1962507897792798728?t=8lfqeAZX-qQQprkR3YoX1w&s=19]ট্রাস্ট ওয়ালেট অফিসিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে। [/url]

আচ্ছা এই পয়েন্ট অর্জন করে কি ডলারে Swap করা যাবে? আমারও বেশ কিছু পয়েন্ট রয়েছে যেটি অনেকদিন আগে ফ্রিতে দিয়েছিলো, এখনো প্রতিদিন হয়তো ১০ পয়েন্ট করে দেয়। আসলে এই পয়েন্টের কাজটাই বা কী? নাকী এটা ট্রাস্ট ওয়ালেটের কোন এয়ারড্রপের মতো? কেউ কি বিস্তারিত জানেন?