Post
Topic
Board Other languages/locations
Merits 11 from 5 users
আগস্ট মাসের একটিভিটি ২০২৫
by
Crypto Library
on 03/09/2025, 21:09:44 UTC
⭐ Merited by Xal0lex (5) ,Mahiyammahi (2) ,DdmrDdmr (2) ,Bd officer (1) ,DYING_S0UL (1)

িিি


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন, আবারো নিয়ে আসলাম আরেকটি নতুন মাসের অ্যাক্টিভিটির  রিপোর্ট তবে এবার কিছুটা ভিন্নতা পাবেন, মানে নতুন কিছু ডাটা সংযোজন করা হয়েছে Mahiyammahi  সহ আরো অনেকেই এর আগেও আমার নিকট এই ডাটা গুলো  সংযোজন করে চার্ট তৈরি করতে বলেছেন,  অবশেষে কয়েক ঘন্টা ব্যয় করে আজ থেকে নতুন ভাবে তৈরি করা শুরু করলাম, যাই হোক আর বকর বকর না করি,

প্রথমেই তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা কোয়ালিটি ফুল পোস্ট এর মাধ্যমে একটিভিটি এবং মেরিট আর্ন করেছেন সেই সাথে সাথে তাদেরকেও যারা মেরিট কন্ট্রিবিউশন করেছেন।

চার্ট দেখলেই বুঝতে পারবেন গত মাসের তুলনায় প্রায় মেরিট প্রায় 52.4% বেড়েছে। পোস্ট একটিভিটি খুব বেশি বৃদ্ধি না পেলেও কোয়ালিটি ফুল পোস্ট এর সংখ্যা বেড়েছে।

নিচে বিস্তারিত ডাটা গুলো চার্টের মাধ্যমে তুলে ধরা হলো।

আগস্ট মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 96টি


প্রথম তিনজন সর্বোচ্চ মেরিট অর্জনকারীঃ
1. Bd officer
2. DYING_S0UL
3. Shishir99


প্রথম তিনজন সর্বোচ্চ মেরিট  সেন্ডারঃ
1. Xal0lex
2. Premgen
3. NotATether



জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = 132টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = 57টি


Time Offset: UTC







প্রথম দশজন পোস্টদাতা
1. Crypto Library [22]
2. DYING_S0UL [19]
3. Bd officer [17]
4. Xtraordinarious [16]
5. Review Master [15]
6. Mahiyammahi [10]
7. God Of Thunder [8]
8. BlackHatSojib [6]
9. LDL [6]
10. Shishir99 [6]

আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
[ last position change indicator]

1. Crypto Library [573]
2. Learn Bitcoin [569]
3. Little Mouse [529] + MotoLM [6]

4. Bd officer [458]
5. DYING_S0UL [444]
6. LDL [359]
7. Review Master [347]
8. shasan [244]
9. Shishir99 [211]
10. Z_MBFM [206]




বাংলা থ্রেড এর একটিভিটি ওভার ভিউ

২০২৪ সাল এর অ্যাক্টিভিটি

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৫
ফেব্রুয়ারি মাসের একটিভিটি ২০২৫
মার্চ মাসের একটিভিটি ২০২৫
এপ্রিল মাসের একটিভিটি ২০২৫
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৫
জুন মাসের একটিভিটি ২০২৫
জুলাই মাসের এক্টিভিটি ২০২৫


এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  



DT1 LOGS


  সেপ্টেম্বর মাসের ডিটি1 মেম্বার হওয়ার জন্য যোগ্য ছিলেন-121  জন 100DT1


এ মাসে নতুন যারা ডিটি1 হয়েছেন      
যারা গত মাসে ডিটি1 ছিলেন
________________________________________________________________
1. Mitchell
2. jeremypwr
3. gbianchi
4. dbshck
5. buckrogers
6. JayJuanGee
7. NeuroticFish
8. zazarb
9. TryNinja
10. BitcoinGirl.Club
11. ekiller
12. Kryptowerk
13. Vispilio
14. imhoneer
15. MinoRaiola
16. DdmrDdmr
17. shahzadafzal
18. morvillz7z
19. Bthd
20. cryptofrka
21. abhiseshakana
22. efialtis
23. bullrun2024bro
24. PowerGlove
1. OgNasty
2. ibminer
3. d5000
4. Pmalek
5. vizique
6. albon
7. Timelord2067
8. hilariousandco
9. minerjones
10. BitcoinPenny
11. pooya87
12. sandy-is-fine
13. SFR10
14. Ale88
15. igebotz
16. fillippone
17. lovesmayfamilis
18. jokers10
19. geophphreigh
20. zasad@
21. paid2

source