Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: ক্রিপ্টো মার্কেটের হালনাগাদ এবং খবর
by
Review Master
on 08/09/2025, 20:39:50 UTC
⭐ Merited by DYING_S0UL (1)

জরুরি সতর্কতা - সকল DeFi ব্যাবহারকারীদের জন্য


সকল DeFi ব্যাবহারকারীরা আগামী ২৪ ঘণ্টা যেকোনো প্রকার dApp ব্যাবহার করে ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকুন। Ledger এর CTO টুইট করে সকল ক্রিপ্টো ব্যাবহারকারীদেরকে সতর্ক করেছে।

  • Hardware Wallet: কোনো ধরনের ট্রান্সজ্যাকশন করার আগে দেখবেন যে, সঠিক contract address এর সাথে ট্রান্সজ্যাকশন করতেছেন কি নাহ অথবা যাচাই করবেন।
  • Software Wallet: যেকোনো ধরনের ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকুন, পরবর্তী হালনাগাদ নাহ দেওয়া পর্যন্ত।


তিনি টুইটে বলেন যে, এটি সবচেয়ে বড় supply chain অ্যাটাক এবং গত কিছুদিনে যেসব প্রোজেক্ট তাদের dApp কিংবা npm হালনাগাদ করেছে। সেসব প্রোজেক্টগুলো এসব অ্যাটাকের ঝুঁকিতে বেশি রয়েছে। আর সকল DeFi ব্যাবহারকারীদেরকে কোন প্রকার ট্রান্সজ্যাকশন করা থেকে বিরত থাকলে আহবান করেছে, কারণ এই ধরনের অ্যাটাক নির্মূল করার কোনো প্রকার উপায় এখনো নেই।

সোর্সঃ https://x.com/P3b7_/status/1965094840959410230