Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Shishir99
on 10/09/2025, 10:58:51 UTC
এতোদিন যাবৎ দেখে আসছিলাম যে সবাই শিবির কে বলে আসছে যে এরা নাকি বট আইডি দিয়ে প্রপাগান্ডা ছড়ায় আর, আর বিরোধী দলের পোষ্টে তারা নাকি বট আইডি দিয়ে হাহা মারে। এখন দেখা যাচ্ছে শিবিরের বট আইডির পাশাপাশি বট ভোটের সংখ্যাও অনেক বেশি। বিএনপির এরকম ভরাডুবির কারণ কি বলে আপনাদের মনে হয়? আর শিবিরের জনপ্রিয়তা এতোই বেড়ে গেলো হুট করে? এর পেছনের ঘটনা আপনাদের কাছে কি মনে হয়?

আমার যেটা ধারণা, যেহেতু আওয়ামীলিগ এখন নাই, তারা এখন জামাত শিবির, বা অন্যান্য দল কে ভোট দিবে। আওয়ামীলিগের সাপোর্ট যারা করে, তারা অন্তত কোনোদিন বিএনপি কে ভোট দিবে না। এটা আর কেউ বুঝুক আর না বুঝুক, রুমিন ফারহানা ঠিকই বুঝে। তাই তিনি চাচ্ছেন যেভাবেই হোক, আওয়ামীলিগ মাঠে আসুক। এতে করে বিএনপি বিরোধীদের ভোট ভাগ হয়ে যাবে। আওয়ামীলিগ যারা সাপোর্ট করে, তারা আওয়ামীলিগ কে ভোট দিবে, এতে করে আওয়ামীলিগ এর ভোট গুলো আর জামাত শিবির পাবে না।