ভালো মানুষ সব দলে আছে, আবার খারাপ মানুষও আছে। শুধু পারসেন্টেন্স একটু কম আর বেশি।
এটা ঠিক দলের সকল লোকেই খারাপ নয়, কিছু কিছু ভালো মনের মানুষ রয়েছে, কিন্তু বেশিরভাগ খারাপ হলো মাঠ পর্যায়ের পাতি নেতা-কর্মীরা, এরা অতিরিক্ত ক্ষমতা দেখানো চেষ্টা করে। আর পাতি নেতারা বলে বেড়ায় তাদের পিছনে অমক নেতার হাত রয়েছে- বড় ভাই আছে, ইত্যাদি, ইত্যাদি। এই সব চলে আর কী।
আর আপনার প্রতি আমার পরামর্শ, আপনি পর পর একাদিক পোস্ট করা থেকে বিরত থাকবেন। এগুলো দেখতে কেমন দেখা যায় না? শুধু আপনার পোস্ট দেখা যাচ্ছে। মডারেটর স্যার দেখলে সব পোস্ট একত্র করে দিবে, তাই এক সারিতে একাদিক পোস্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর আপনি বিটকয়েনটক ফোরামে নতুন তাই বিটকয়েনটক ফোরামে নিয়ম-কানুন গুলো ভালোভাবে পড়ার পরামর্শ দিবো।
👉বিটকয়েনটক ফোরামের নিয়মের লিংক