এখানে বাংলা ভাষা ব্যবহারের জন্যে সকলকে অনুরোধ জানানো হচ্ছে। BitcoinTalk বা অন্য কোনো portal থেকে সরাসরি কিছু copy-paste করে দেবেন না। নিজের ভাষায় লিখুন। 'সুপ্রভাত', 'শুভ রাত্রি', 'কেমন আছেন', 'কি করছেন' জাতীয় নিম্নমানের post করা থেকে বিরত থাকুন। এই ধরণের post delete করা হবে এবং account ban করাও হতে পারে।