Search content
Sort by

Showing 1 of 1 result by Borth234
Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Borth234
on 05/06/2023, 23:22:17 UTC
বাংলাতে লিখতে চাইলেও লিখতে পারিনা  কারণ  একটা সিগনেচার ক্যাম্পিইনে জয়েন হয়েছিলাম পরপর দুই সপ্তাহ বাংলাতে কিছু পোস্ট করার কারণে আমাকে দুইবার warning দেওয়া হয়েছে তার জন্য আমার মনটা অনেক খারাপ ছিল এবং দুই সপ্তাতেই পেমেন্ট বঞ্চিত করা হয়েছে। এবার সিদ্ধান্ত নিয়েছি আর ওই সিগনেচার ক্যাম্পেইনে কাজ করব না।
বিষয়টি একদম আমার কাছে বাংলা ভাষার মতো মনে হচ্ছে কেননা পাকিস্তানি হানাদার বাহিনী আমার মায়ের ভাষা কেড়ে নেয়ার জন্য যেভাবে অমানসিক অত্যাচার নির্যাতন চালাতো ঠিক সেই ভাবে দীর্ঘ দু সপ্তাহ কাজ করার পর শুধুমাত্র কিছু বাংলা পোস্টের কারণে আমাকে ওয়ার্নিং সহ ক্যাম্পেইন থেকে বের করার নোটিশ দেওয়া হয়েছে।
তাই আজ সিদ্ধান্ত নিয়েছি ওই সিগনেচারে কাজ করব না কিন্তু আমার মায়ের ভাষায় পোস্ট করা বাদ দেবো না এবং আমি সব সময় বাংলা  ভাষা নিয়েই থাকবো ইনশাল্লাহ |