Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
invincible49
on 17/09/2018, 11:57:53 UTC

Certain users are designated as "merit sources". They can create new merit out of nothing, up to a limited number per month (which differs per source). I will not be posting a definitive list of merit sources (so that people don't bug them too much), though you'll soon figure out who they are if you pay attention.

Jara beshi merit spend kore tara merit source hote parbe amon kono kotha nai. Kichu full member o ache notun merit source e, jeta ageo chilo. So, tara khub beshi merit spend na koreo source hoise.



ভালো করে পড়ে দেখুন থেয়মস কি লিখছে। নির্দিষ্ট কিছু মেম্বারদের শুধু মাত্র মেরিট সোর্স করা হয়েছে এবং মূলত তারাই ফোরামে অধিক মেরিট সেন্ড করে।! আপনি যেটা বলছেন সেটা মিলে না স্টাফদের কথার সাথে। ফোরামে যারা অধিক মেরিট বিলায় বেড়ান মূলত সেই লিস্ট তা দেখলে একটু ধারণা করা যায় কারা মেরিট সোর্স।

স্মল মেরিট
Small merit? There has nothing called small merit.


ইয়েস, এইটা আমার ভুল হয়েছে স্মল ওয়ার্ড ইউজ করে। যেটা সঠিক সেটাই প্রয়োগ করার দরকার ছিল। স্মল বলেছিলাম অন্য কারণে। ফোরাম অনুযায়ী, যদি আমি আপনাকে ৪ তা মেরিট দেই কোন পোস্টের জন্য তাহলে আমার সেন্ডাবল মেরিট কমে যাবে ৪ তা। আর আপনি যদি এত দিনে কোন মেরিট না পেয়ে থাকেন তাহলে এখন আপনার টোটাল মেরিট হবে ৪ এবং আপনার সেন্ডাবল মেরিট হবে ২ তা। মেরিট সোর্সদের ফোরাম থেকে যে বিশেষ ক্ষমতা দিয়া হয়েছে যে, নির্দিষ্ট পরিমাণ মেরিট অটো জেনারেট করার সেইখান থেকে মেরিট অন্যদেরকে দিলেও যারা মেরিট সোর্স তাদের যে সেন্ডাবল মেরিট নিজেদের একাউন্টে অন্যদের থেকে পেয়েছেন সেটা অক্ষত থাকে যতক্ষণ ফোরাম অনুযায়ী আন-ইউজড সেন্ডাবল মেরিট অটো নিঃশেষ না হয়। যেহেতু বিষয়টা উঠেছিল মেরিট সোর্সদের নিয়ে তাই তাদের কাছে থাকা আন-ইউজড সেন্ডাবল মেরিটকে আমি স্মল মেরিট বুঝাতে চেয়েছিলাম। যা করা ঠিক হয়নি।