আজ থেকে নতুন নিয়ম চালু হয়েছে জেআর মেম্বারদের জন্য। এখন থেকে জে আর মেম্বার হতে গেলে মিনিমাম ১ টা মেরিট পেতে হবে, যারা পুরাতন জেআর মেম্বার আছে অথচ ১ টা মেরিট পাননি এখনো তাদেরকে নিউবিতে ডিমোট করা হয়েছে-বিষয়টাকে অনেকে অনেকভাবে দেখছেন কিন্তু আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবে নিয়েছি কারণ ফোরামে গারবিজ পোস্টে দিন দিন ভরে যাচ্ছে দেখলাম। না বুঝেই অনেকে কমেন্ট করে এমনকি কোন বাউন্টি শেষ হওয়ার ২ মাস পরেও অনেকে সাপ্তাহিক রিপোর্ট জমা দেয় যা খুবই হাস্যকর অথচ তাদের বলার পরও দেখলাম তারা খেয়ালই করেনা। সবাই পোস্ট কোয়ালিটির দিকে খেয়াল রাখলে মনে হয় মেরিট পাওয়া যেতে পারে যা আমাদের কাম্য।
এই পোষ্টে ৫ টা মেরিট very lol
আজকে একটা বিষয় আমার চোখে পড়লো। তা হলো বাঙালী থ্রেডে প্রচুর পরিমানে মেরিটেড হচ্ছে। ব্যপাড়টা একেবারে আজব,যেখানে বাঙালী থ্রেডে mdonliner ছাড়া সহজে কেও কাওকে মেরিটেড করতো না। সেখানে আজকে জুনিয়র মেম্বার পর্যন্ত মেরিট সিস্টেম করায় ২-৫ টা করে মেরিট একবাড়ে দিচ্ছে।
যারা মেরিট এভাবে উলটা পালটা লেনদেন করতেছেন তাদের উদ্দেশ্য করে বলছি। আপনারা এভাবে low কোয়ালেটি পোস্টে এভাবে মেরিটেড করবেন না তাহলে আপনি নিশ্চিৎ রেট ট্রাস্ট খাবেন।এমনকি ব্যান হওয়ার সম্ভাবনা আছে। তাই এভাবে মেরিট দেওয়া বন্ধ করুন। মেরিট যে একেবারে কাওকে দিবেন না সেটা কোনো কথা নয়।যারা মেরিট পাওয়ার যজ্ঞ তাদের মেরিট দিন High কোয়ালিটি পোষ্ট মেরিটেড করুন তাহলে আপনিও সেফ থাকবেন এবং তারও উপকার হবে।
ধন্যবাদ...