Post
Topic
Board Other languages/locations
Re: বিটকয়েনটক: বাংলাদেশের স্থানীয় বোর্ড
by
mday_alt
on 25/09/2018, 11:46:06 UTC
~
আপনাকে আমি মাথাতে রেখেই উদ্যোগটা নিয়েছি। অনেকগুলো অনুবাদ করতে হবে। একা করা অনেক সময়ের বেপার প্লাস কষ্টও তার উপর আমার বাংলা টাইপিং হল (লোল বড়টা  Grin) আমি একটু গুছিয়ে নেই তারপর আপনাকে অনুরধ করব একটু সহায়তা করতে। অন্যরাও আমন্ত্রিত। সবাইমিলে দেশে বিটকয়েনকে হয়ত একটু নাম দিতে পারব।

Quote
অনেকেই নতুন এসে এক্টিভিটি বাড়ানোর জন্য সব বোর্ডে কন্টিনিউয়াস বাংলা পোস্ট করতে থাকবে।যেটা আমরা আগেও দেখেছি।ওই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন।
এজন্যই টপিকগুলো স্লেফ-মডারেটেড করে রাখছি। অফ-টপিক দেখলে রিপোর্ট করার ও অনুরধ করব।

ধন্যবাদ
mdayonliner