~
এখন আপনি যদি কোন মেম্বার কে আপনার ট্রাস্ট লিস্ট থেকে বাদ দিতে চান তাহলে কি করবেন।ধরেন আপনি DT-1 মেম্বার X কে বাদ দিতে চান।তাহলে trustsetting এ যান এবং বক্সে লিখুন tilde (~) এবং ওই মেম্বার এর নাম। যেমনঃ {~X}
ট্রাস্ট সেটিং এ সবগুলো নিচের মতো উল্লেখ করা হয়েছে-
Depth 0, আপনি যাদেরকে লিস্টে অন্তর্ভুক্ত করবেন তাদের লিস্ট।
Depth 1, Depth 0 লিস্টে যারা আছে তারা যাদেরকে ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করেছে তাদের লিস্ট।
Depth 2, Depth 1 লিস্টে যারা আছে তারা যাদেরকে ট্রাস্ট লিস্টে অন্তর্ভুক্ত করেছে তাদের লিস্ট
মনে হয় DT system সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছ।
Special Thanks:
S_Therapistপ্রথমে আমি ধন্যেবাদ জানাতে চাই Special Thanks:
S_Therapist কে বাংলাদেশিদের জন্যে হেল্পফুল পোস্ট করার জন্যে, এবং আমার মনে হয় আরো কিছু জিনিশ এ্যাড করার দড়কার যে DT-1/2 এ যারা আছে একমাত্র তারাই অন্য কাউকে DT লিস্ট এ এ্যাড বা রিমোভ করতে পারে, তাছাড়া অন্যে কেউ চাইলেই এ্যাড বা রিমোভ করতে পারে তাছাড়া পারেনা, আর বাকি অন্যে সবাই শুদু তাদের মতো প্রিভিউ টা দেখতে পারে।