প্রথমে আমি ধন্যেবাদ জানাতে চাই Special Thanks:
S_Therapist কে বাংলাদেশিদের জন্যে হেল্পফুল পোস্ট করার জন্যে, এবং আমার মনে হয় আরো কিছু জিনিশ এ্যাড করার দড়কার যে DT-1/2 এ যারা আছে একমাত্র তারাই অন্য কাউকে DT লিস্ট এ এ্যাড বা রিমোভ করতে পারে, তাছাড়া অন্যে কেউ চাইলেই এ্যাড বা রিমোভ করতে পারে তাছাড়া পারেনা, আর বাকি অন্যে সবাই শুদু তাদের মতো প্রিভিউ টা দেখতে পারে।

Lol. আপনি মেরিট পাওয়ার জন্য
S_Therapist এর নামে প্রসংশা করতেছেন। তাকে পাম দিতেছেন। S_Therapist কে একজন ধন্যবাদ দিয়েছে, একজন তার নামে কিছু প্রসংশা করেছে। আপনি কি ভাবছেন
S_Therapist তার নামে প্রসংশা করার জন্য তাকে মেরিট দিয়েছে। যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি ভূল। সে তার প্রসংশা করার জন্য তাকে মেরিট দেন নি। সে মোটামোটি ভালো একটা পোস্ট দিয়েছিল। ওই পোস্ট S_Therapist meta থ্রেডে আগে দিলেও সে সেটার বাংলা ট্রান্সলেশন করে এখানে পোস্ট করেছে। যা জারা ইংলিশ না পাড়ে তাদের জন্য ভালো হবে। তার পড়েও তার পোস্টে কিছু ভূল আছে। কারন, সে ওই বিষয়ে কিছু জানে না। সে গুগল ট্রান্সলেশন করে ইংলিশ - বাংলা করেছে। জার কারনে তার পোস্টে কিছু ভূল দেখা দিয়েছে। তার পড়েও তাকে মেরিট দেওয়ার কারন হলো, তার কিছু শেখার আগ্রহ আছে। সে চেষ্টা করলে ভালো কিছু পাড়বে। কিন্তু আপনি
S_Therapist এর শুনাম করতেছেন। এরকম করে লাভ নেই, পাড়লে কষ্ট করে কিছু শিখে অন্যকে শিখান। তাহলে আপকে এমনেই অনেকে মেরিট দিবে। মেরিট চায়তেও হবে না। মেরিটের জন্য কারো প্রসংশাও করতে হবে না।
কে আমি শুধু বাংলা তে কথা বলার জন্যে আর ধন্যবাদ দিয়েছি আর আপনি সেটা অন্যে কিছুর সাথে এক করে দিলেন, ২০১৫ থেকে আমি বিটকয়েন নিয়ে ট্রেড করি, যদিও এইখানে নতুন, আর আপনার কথা শুনে মনে হচ্ছে নুংরা মানশিকতা আপনার রক্তে মিশে আছে, একজনের ভালো কাজ দেখলে তার প্রশংশা করা যাবেনা এটা কি কোথাও বলা আছে? বা এটা কী বলা আছে কোথাও যে প্রশংশা করা মানে এই ফরামে মেরিট চাওয়া