Post
Topic
Board Other languages/locations
Re: DT system কি এবং কিভাবে কাজ করে?
by
R.I.F
on 24/11/2018, 10:09:07 UTC
প্রথমে আমি ধন্যেবাদ জানাতে চাই Special Thanks:S_Therapist কে বাংলাদেশিদের জন্যে হেল্পফুল পোস্ট করার জন্যে, এবং আমার মনে হয় আরো কিছু জিনিশ এ্যাড করার দড়কার যে DT-1/2 এ যারা আছে একমাত্র তারাই অন্য কাউকে DT লিস্ট এ এ্যাড বা রিমোভ করতে পারে, তাছাড়া অন্যে কেউ চাইলেই এ্যাড বা রিমোভ করতে পারে তাছাড়া পারেনা, আর বাকি অন্যে সবাই শুদু তাদের মতো প্রিভিউ টা দেখতে পারে। 
DT-1 Members are trusted by an account DefualtTrust. The account belongs to theymos. Whenever theymos wants to add new DT-1, he includes the person in the trust list of DefaultTrust.
DT-2 members are trusted by DT-1 members. For example, OgNasty is a DT-1 member and s/he includes iluvbitcoins in his trust list. Now, iluvbitcoins becomes DT-2 members.
DT-1 is added by only DefaultTrust.
DT-2 is added by DT-1 members.

By the way, you can include/exclude anyone whom you do trust or not.

ধন্যবাদ, আমি আসলে বলতে চাচ্ছিলাম এটাই যে যারা DT-1 এ আছে তারা চাইলেই যে কাউকে DT-2 তে প্রোমোট করতে পারে, এবং যারা DT-2 তে যারা আছে তারা শুধু কাউকে DT-2 প্রোমোট করতে পারে। যেমনঃ Lauda একজন DT-2 মেম্বার ছিলেন, কিন্তু DT-1 মেম্বার যেমনঃ OgNasty,hilariousandco মেম্বার রা তাকে ডেমোটেড করে দিয়েছে আমার এতুটুকোই মনে হয়েছে যদিও বিষয় গুলো আলোচনা অনেক গভির তবে ট্রাস্টেড মেম্বার রা চাইলে অনেক কিছু করতে পারেন, বা তারা অনেক কিছু করার করার ক্ষমতা রাখেন, যেমনঃ Trading Discussion  গেলে দেখবেন অনেকে যারা বড় বা ট্রাস্টেড মেম্বার তারা তাদের নিজেদের মতো করে কিছু নিওম তৈরি করে রেখেছেন সেটা অতিক্রম করলে, তারা শাস্তি স্বরূপ রেড ট্রাস্ট দিয়ে থাকেন, আবার পুর্ব অভিজ্ঞতা ছাড়া কিছু করতে গেলে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো শাস্তি দিয়ে থাকেন, যেমনঃ mdayonliner নামের একজন কে প্রথম এ  রেড ট্রাস্ট দেওয়া হয়েছিল, অল্প কিছু ট্রেডিং অবিজ্ঞতা নিয়ে $100k এর ট্রেড করতে চাওয়াতে...!

পরিশেষে বলতে চাই যে বোঝার বা জানার কোন শেষ নেই, তবে মানুষ মাত্র ভুল হবে সেটাই সাভাবিক।