আপনি যথাথই বলেছেন।আমিও গত কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম আসলে তাদের গ্রেফতার করা হয়েছে একটি ওয়েবসাইটের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে টাকা মেরে দেওয়ার কারণে। সাইবার পুলিশ বগুড়া থেকে তাদের ওয়েবসাইটে নোটিশ টানিয়ে দিয়েছেন সেখানে বলা আছে গ্রাহকগণ যাতে প্রতারিত না হন তার জন্য ওয়েবসােইটি তারা বন্ধ করে দিয়েছেন।
হুম। ভালোই হয়েছে। এইগুলোর জন্যে বিটকয়েনের নাম খারাপ হচ্ছে দেশে। মানুষ বিটকয়েনের নাম শুনলেই খারাপ চোখে দেখতেছে। তাদের ধারণা বিটকয়েন মানেই ইলিগ্যাল, দুই নাম্বার কিছু। এইটার জন্যে এই ধরণের চিটার বাটপারগুলাই দায়ী।
এখন দেখা যাক এই পদ্ধতি কেমন কাজে লাগে, বিশেষ করে কুকয়েনের প্রাইস মুভমেন্টের উপর।
যতদূর মনে আছে কুকয়েন শেয়ারের দাম ২ ডলার মতো ছিল কিন্তু এখন ১ ডলার থেকে কিছু বেশি। সেক্ষেত্রেই বলাই যায় কুকয়েন শেয়ার সম্ভবত ভালো দাম বাড়বে।
বি:দ্র: এইটা কোনো ফাইন্যান্সিয়াল উপদেশ নয়। একান্তই আমার অনুমান।