বাংলাদেশে নাকি ক্রিপ্টোকারেন্সি কেনা/বেচার সাইট গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বগুড়ার এই ঘটনার পরে এখন এই বিষয় নিয়ে খুব আলোচন হচ্ছে। আমাদের কি প্রক্সি ব্যবহার করা উচিত আমাদের সিকুরিটির জন্য? অভিগ্যদের মতামত জানতে চাচ্ছি।
TOR browser ব্যবহার করুন।সেইফ থাকা যাবে যদিও এত টা জরুরি না।
অনেক এক্সচেঞ্জ বন্ধ।লেনদেন করার জন্যে
বিটকয়েন বাংলাদেশ ফোরাম ব্যবহার করতে পারেন।
আগামি ২৮ তারিখ কুকয়েনে হতে যাচ্ছে ক্রোমা টোকেন সেল। আশা করি অন্যান্য IEO গুলোর চাইতে এটি বেশ ভাল করবে। যদিও এর আগের প্রযেক্ট গুলো মোটামুটি ভালই করছে। তবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আগের হয়ে যাওয়া দুইটি IEO এর চাইতে ক্রোমা আরো অনেক বেশি ভাল করবে। কিন্তু দু:খের বিষয় লটারিতে এইবার কোন জয়ি হতে পারবো কিনা!
আই.ই.ও তে কয়েন পাওয়া অনেক টাফ।তবু ট্রাই করে দেখতে পারেন।যেহেতু মার্কেট অনেক রিকভার করেছে, আশা করা যায় এখন অনেক ভালো হবে।