Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Madara01
on 17/05/2019, 19:15:04 UTC
বাংলাদেশে নাকি ক্রিপ্টোকারেন্সি কেনা/বেচার সাইট গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। বগুড়ার এই ঘটনার পরে এখন এই বিষয় নিয়ে খুব আলোচন হচ্ছে। আমাদের কি প্রক্সি ব্যবহার করা উচিত আমাদের সিকুরিটির জন্য? অভিগ্যদের মতামত জানতে চাচ্ছি।
TOR browser ব্যবহার করুন।সেইফ থাকা যাবে যদিও এত টা জরুরি না।
অনেক এক্সচেঞ্জ বন্ধ।লেনদেন করার জন্যে বিটকয়েন বাংলাদেশ ফোরাম ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ জানানোর জন্য। কিছুদিন ধরে এই বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম। কাজ করতে যেয়ে তো নিজের ক্ষতি করা যাবেনা। যদিও জানি যে বগুড়াতে ওদের ধরার পিছে অন্য কারন আছে। কিন্তু এক্সচেঞ্জিং সাইটগুলো ওফ করাতে ভয়ে ছিলাম।


আমি নতুন join করেছি,,,, কয়টা পোস্ট দিলে jr member হওয়া যায়।

আসলে  jr member হতে গেলে এটা  মেরিটের প্রয়োজন।আর যুদি আপনি সেই মেরিট না থাকে তাহলে আপনি কোন  দিন  jr member হতে পারবেনা । আর পোস্ট এ কোনো পজিশন চেঞ্জ হয়না। ধন্যবাদ....

এই বিষয়ে একজন ভালমতোই বুঝায়ে বলেছে। তারপরেও সেই একি কথা কি আবার বলার কোন দরকার আছে? আমি নিউ মেম্বার। ভুল কিছু বলে থাকলে তার জন্য দুক্ষিত।