ধন্যবাদ জানানোর জন্য। কিছুদিন ধরে এই বিষয় নিয়ে একটু টেনশনে ছিলাম। কাজ করতে যেয়ে তো নিজের ক্ষতি করা যাবেনা। যদিও জানি যে বগুড়াতে ওদের ধরার পিছে অন্য কারন আছে। কিন্তু এক্সচেঞ্জিং সাইটগুলো ওফ করাতে ভয়ে ছিলাম।
এখন পর্যন্ত যারা বিটিসি আর্ন করে সেল করেছে, এইরকম ধরার নিউজ নাই।তারপরেও নিজের সেইফটি নিজে রাখা ভালো।আপনি এই ফোরাম ব্যবহার করলে আইপি লিক হওয়ার চান্স নাই।কারন theymos শুধু তখনই আইপি লিক করবে যদি কেউ ইউ.এস.এ এর আইন অনুযায়ী ক্রাইম করে।কেউ যদি সিরিয়াস কোন ক্রাইম না করে theymos কারো আইপি শেয়ার করবে না।
তবু আমি সাজেস্ট করবো রেগুলার! TOR ইউজ করেন।