আমি কিছু বুঝতে পারছি না, আমার প্রায় সব পোস্ট গুলো মুছেফেলা হচ্ছে। কেউ আমাকে দয়া করে বলুন কি কারণে এটা করা হয়।
বিটকয়েনটক হলো বিটকয়েন সম্পরকে আলোচনা/তথ্য আদান প্রদানের ফোরাম। এখানে প্রচুর তথ্য রয়েছে বিটকয়েন সম্পর্কে। তাছাড়া এখানে অনেক সিনিয়র মেম্বার আছেন যারা বিভন্ন আপডেট মূল্যবান তথ্য পোস্ট করে থাকেন।
প্রতিদিন অনেক নতুন মেম্বার ফোরামে যোগদান করতেছে এবং অনেক আইডি বাতিল হচেছ। এর কারন হলো ফোরামের রুলস না জানা। বিটকয়েনটক এর কিছু রুলস রয়েছে যেগুলো না মানলে আপনার আইডি ব্যান্ড করে দেয়। অনেকে এই রুলস না জানার কারনে আইডি ব্যান্ড খায়। বিশেষ করে যারা নতুন তাদের ফোরামের রুলস জানা খুব জরুরি।
এই লিঙ্ক থেকে ফোরামের সকল রুলস জেনে নিন অ্যান্ড নিরাপদে ফোরাম ব্যাবহার করুন।
https://bitcointalk.org/index.php?topic=703657.0 ফোরামের রুলস জানুন, নিজের আইডি ও ফোরাম সুরক্ষিত রাখুন।
আপনার সব পোস্ট মুছে ফেলা হচ্ছে তার কারণ আপনি যদি কপি পোস্ট করেন অথবা আপনার পোস্টের কোয়ালিটি যদি ভাল না হয় লো কোয়ালিটির পোস্ট হয় তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করে দিবে। এখানে বিটকয়েন সম্পর্কে মানসম্মত পোস্ট করতে হবে। যাতে আপনার পোস্ট পড়ে অন্যজনের উপকার হয়। আপনি যদি কপি পোস্ট অর স্পামিং না করেন এবং আপনার পোস্টের কোয়ালিটি যদি ভাল হয় এবং বিটকয়েন সম্পর্কে আপডেট কিছু জানা থাকলে পোস্ট করেন তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করবে না। আর এখানে আপনাকে বিটকয়েন সম্পর্কে পোস্ট করতে হবে। আর থ্রডে বিটকয়েন সম্পর্কে সিনিয়ররা অনেক কিছু লিখেছে এবং বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করেছে। আপনি সেগুলো ভাল করে পড়ুন এতে আপনার উপকার হবে বিটকয়েন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।
কপি পোস্ট অর সম্পামিং করবেন না।
কপি পোস্ট যদি না করেন তাহলে মডারেটর আপনার পোস্ট ডিলিট করবে না। আপনার পোস্ট এর কোয়ালিটি যদি ভাল হয় তাহলে আপনার পোস্ট ডিলিট করবে না । আর আপনার পোস্ট পড়ে কেউ উপকৃত হলে আপনি মেরিট পাবেন।
তাই থ্রেডে বিটকয়েন সম্পর্কে ভাল ভাল পোস্ট করেন। এবং সিনিয়রদের পোস্ট পড়ুন। কারন তারা বিটকয়েন সম্পর্কে ভাল জানে।