আমি আমাদের বাঙালি থ্রেডের মডারেটর কাছে আবেদন করতেছি যে এর পরে যে বাঙালি থ্রেডে ইংরেজিতে লিখবে এবং আযাইরা পোস্ট করবে । তার বিরুদ্ধে এক্শন নেওয়া হোক।
দুর্ভাগ্যজনকভাবে delete করা ব্যতীত আর কোনো action নেওয়া thread moderator হিসেবে আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য প্রয়োজন নিজস্ব sub-forum. আমি সেজন্যে আবেদনও জানিয়েছিলাম -
https://bitcointalk.org/index.php?topic=4455886.0. Thread এর অবস্থা এখন আগের থেকে অনেক ভাল। আপনারা চাইলে ঐ thread এ post করে আবারো দাবী জানাতে পারেন। Global moderator রা যদি convinced হন, তাহলে আমরা নিজস্ব sub-forum পেয়ে যেতে পারি।
আরো একটা কথা বলতে চাই। আমি এই thread এ অনেককেই merit দিয়েছি। আপনারা আমার অপেক্ষায় বসে না থেকে নিজেরা merit টা re-circulate করার চেষ্টা করুন।