আরো একটা কথা বলতে চাই। আমি এই thread এ অনেককেই merit দিয়েছি। আপনারা আমার অপেক্ষায় বসে না থেকে নিজেরা merit টা re-circulate করার চেষ্টা করুন।
ভাই, এত বড় একটা মিথ্যা বলে দিলেন। আপনি এই পর্যন্ত মোট মেরিট দিয়েছেন ১৬টা, যার মধ্যে মাত্র ৭টি মেরিট দিয়েছেন এই থ্রেডে। ৭টি মেরিট রি সার্কুলেট করলে কত হয়?
মেরিট বড় কথা না, কথা হল আপনি মাসে একবার আসেন, স্পাম ডিলেট করে অনেক মহান কাজ করার ভাব নেন। এই থ্রেড ক্রিয়েট করা ছাড়া আপনার আর কোন কন্ট্রিবিউশন তো দেখছি না। তার উপর আপনি আবার ইন্ডিয়ার মানুষ হয়ে বাংলাদেশী থ্রেডের মালিক হইছেন।
যাই হোক, এইখানে নিয়মিত আসতে পারেন, সবাইকে সাহায্য করতে পারেন যাতে সবাই শিখতে পারে।