সিনিয়র মেম্বারদের দৃষ্টি আর্কষণ করছি। কি করলে মেরিট পাওয়া যাবো। Plasse Help me?
যেহেতু আপনি এখানে নতুন, আপনার উচিত উপরে কী লেখা হয়েছে সেসব পড়া। আপনি যদি খেয়াল না করে একই কথা আবার পোস্ট করেন তাহলে স্প্যাম হিসেবে আপনার পোস্টটি ডিলিট করে দেয়া হতে পারে। ভবিষ্যতে আরো ভালো পোস্ট করবেন আশা করি।
আর আপনার প্রশ্নের উত্তরঃ
আমি নিজে কখনো ভাবিনি আমি ১টা হলেও মেরিট পাবো। বাট এখন আমার ৩টা। আর আমি সে পরিমাণ একটিভও না আসলে। পেয়ে গেছি মোটামুটি মানের কন্টেন্ট পোস্ট করে। আপনি যদি কোনোভাবে ফোরামে কনট্রিবিউট করতে পারেন অথবা সাহায্য করতে পারেন, আশা করি দ্রুত মেরিট পেয়ে যাবেন এবং জুনিয়র মেম্বার হতে পারবেন।
শুভ কামনা।
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।