বছরের শেষে সবাই হয়ত উচ্চ মূল্য আশা করেছিল। যারা রীতিমত লাভে আছেন, বিক্রি করে , দাম কম্লে পুনরায় কিনতে পারেন। তাহলে হয়ত সল্প লাভ হলেও ক্ষতির শঙ্কা নাই। আপনাদের ইচ্ছা। আমি কখনই দীর্ঘকাল অপেক্ষার পক্ষে না
ডাম্প আর পাম্প হতে থাকবে এটাই স্বাভাবিক, অপেক্ষা করুন, সামনে পাম্প হওয়ার চান্স আছে। ২০২০ এ হাফিং আছে। দেখা যাক কী হয়। হোল্ড করুন, প্যানিক করার কিছু নাই।
আগামী ৩-৪ মাসে বিটিসির মূল্য পাম্প-ডাম্প বা হ্রাস-বৃদ্ধি চলবে। তার কারণ হলো Plus Token নামের একটা Ponzi Scheme বা প্রতারক কোম্পানি। এরা প্রতিদিন প্রায় ১৩০০+ বিটিসির বিক্রি করতেছে, ফলে বিটকয়েনের মূল্য বৃদ্ধি শুরু হলেই এরা মূল্য হ্রাস করে দেয়। যেমন: গতকাল রাতেই ৫ মিনিটেই বিটকয়েনের মূল্য $৫০০ বৃদ্ধি পাওয়ার কিছুক্ষণ পরেই আাবার হ্রাস পায়। তাই আগামি ৩-৪ মাস আপনারা সাবধানে ট্রেডিং করবেন।