ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন।
ভাই এসব সম্ভব। কারণ বিটিসির মূল্য পূর্ববর্তী ইতিহাস বা ঘটনাকে অনুসরণ করে। আর বিটিসির মূল্য বাড়বে কিনা বলা সম্ভব যদি আপনি ভালো মানের FA ( Fundamentall Analysis) & TA ( Technical Analysis) বিশ্লেষক হয়ে থাকেন। এইক্ষেত্রে আপনি Trading View ব্যবহার করে এসব বিশ্লেষণের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারেন মার্কেটের অবস্থা কী হবে। আপনি এক সপ্তাহ অপেক্ষা করুন, আমি তার তথ্য প্রমাণ দিব। কিন্তু একটা কথাই বলব, গত সময়ে যতবারই হালভিং হয়েছে বিটিসির মূল্য অবশ্যই বৃদ্ধি পেয়েছে। আর এটা হলো FA ( Fundamentall Analysis) এর অংশ।
বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল।
যখন বিটিসির বেয়ার বা খারাপ মার্কেট চালু হয়, তখন আপনি এই মার্কেট সম্পর্কে জানতে শুরু করেছেন। তাই শুধু এই মার্কেটের খারাপ অবস্থাটা বেশি দেখেছেন। কিন্তু ইতিহাস সাক্ষী যে বিটিসির মূল্য হ্রাস-বৃদ্ধি কিছু গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করে। আর এখন বিটিসির মূল্য হ্রাস-বৃদ্ধির মূল কারণ হলো কিছু Ponzi Scheme সাইট বা প্রতারক কোম্পানির সাইট এবং জনগণের অসচেতনভাবে এসব সাইটে বিটিসি বা অন্য ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করা। যেমন: বর্তমানে Plus Token নামের প্রতারক কোম্পানির লোক দৈনিক ১৩০০+ বিটিসির বিক্রি করতেছে, ফলে বিটিসির মূল্যের হ্রাস-বৃদ্ধি হচ্ছে। কিন্তু এটা ৩-৪ মাস চলবে, একজন বিশেষজ্ঞের বিশ্লেষণ অনুযায়ী।