বিটিছি প্রাইজ দিন দিন ডাম্পিং হচ্ছে এখন ৭২০০ তে দাড়িয়েছে
ভাই দিনে ডাম্পিং হলেও ২০২০ সালের
BTCপ্রাইজ বাড়বে। ধৈর্য হারাবেন না।
ভাই আপনি কিভাবে বুঝলেন ২০২০ সালে বিটিসি প্রাইজ বাড়বে? আপনার কাছে কোন তথ্য প্রমান থাকলে দয়া করে উপস্থাপন করবেন। বিটিসি প্রাইজ যথন ১৬ হাজার তখন থেকে ফোরামে কাজ করি কিন্তু আজ পর্যন্ত কোন ভবিষ্যৎ বানী কাজ করতে দেখলাম না। অনেকে বড় বড় লোকেরা ভবিষ্যৎ বানী দেখেছি ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি আর সামনেও হবে কিনা সন্দেহ। আসলে ক্রিপ্টো মার্কেটে আগামী কাজ কি হবে তা বলা মুশকিল।
ধন্যবাদ
ভাই আপনার বক্তব্য আমার খুব ভালো লাগছে। আপনি বাস্তব এবং গঠন মূলক কথা বলেছেন; তবে হতাশ না হযে আশাবদী হন। আমি আশকরি বিটিসি প্রাইজ ভবিষ্যতে বাড়বে, ক্রিপ্টো মার্কেট এর উন্নতি হবে, বিনিয়েগকরীদের আস্থা বাড়বে। আপনাকে ধন্যবাদ।