সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি, মেরিট সম্পর্কে মতামত কি? কিভাবে মেরিট পাব। নতুনদের করণীয় কি?
এককথায় বললে ভালো মানের পোস্ট করতে হবে।যদিও এই কথা স্বীকার করতে হবে যে আমাদের এইখানে কোন সিনিয়র মেম্বার না থাকার কারনে এইখানে পোস্ট করে তেমন মেরিট পাওয়া যাবে না।তবে ইংলিশ বোর্ডে করলে অতি সহজে পাওয়া যাবে, অবশ্যই খেয়াল রাখতে হবে পোস্টের মান যেন ভালো হয়। আমি মেরিট সিস্টেম আসার পর রেজিস্ট্রেশন করেছি এবং এখন ফুল মেম্বার হয়েছি। যারা বেশি মেরিট পায় তাদের অনুসরন করতে পারেন।
বাংলায় যদি ভালো কিছু শেয়ার করতে চান, করতে পারেন।আমি যতটুকু পারি মেরিট দেব + আমাদের থ্রেড ক্রিয়েটরও দেবেন আশা করি।
বিটকয়েন বাংলা ইনফো নামে একটা বাংলা ফোরাম সাইট ছিলো ওই সাইট টা এখন ডাউন হয়ে গেছে নাকি...?
ওই সাইটে ভালো বড় ভাইদের সাথে ট্রেড করা যাইতো...
ডিটক অনেকদিন অনলাইনে আসেন না।সাইট ও ডাউন।যাই হোক, ট্রেড করতে চাইলে নিজে নিজেই শিখতে পারেন। ওইখানে বিটকয়েন নিয়ে পোস্ট করা হয়েছিল। ট্রেডিং নিয়ে তেমন ছিল না ।
ভাই আমি ট্রেড বলতে বিটিসী বেচা কিনার কথা বুঝাইছিলাম...আমার প্রায়অই বিটিসি কিনা লাগে...বিডিই তে বিটিসির যে দাম কিনে পুষায় না...ওই ফোরামে কিছু বাই সেল করসিলাম