Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
parvinmw
on 20/04/2020, 09:30:07 UTC
১। আপনার Alt একাউন্টের মধ্যে মেরিট শেয়ার করলে।
২। একই বাউন্টিতে মাল্টিপল আইডি দিয়ে জয়েন হলে।
প্রথমেই আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি সকলের কাছে তুলে ধরার জন্য। আমার সকল বাংলাদেশিদের কাছে একটিমাত্র প্রশ্ন, “ কী লাভ একের অধিক একাউন্ট দিয়ে কাজ করে ? শুধুমাত্র কিছুসময়ের জন্য লাভবান হচ্ছেন । কিন্ত‌ু কেনই বা ২-৩ টা একাউন্ট দিয়ে কাজ করতে লাগে । শেষ পর্যন্ত তো আপনাদের একাউন্টগুলো ব্যান হওয়া থেকে তো রেহাই পাবে না।” অনেক সময় নুতুন ইউজার বা বাউন্টি হান্টাররা আমাকে প্রশ্ন করে যে, আমি কয়টি একাউন্ট দিয়ে বাউন্টিতে কাজ করি?” প্রশ্ন শুনেই আমি অবাক হয়ে যাই , মাঝে মাঝে তো থ হয়ে যাই । কেনই বা আমি একের অধিক একাউন্ট ব্যবহার করব আর কিছু লাভের আশায় আমার পরকালের জীবনকে কেন প্রশ্নের সম্মুখিন করব। সকলের উদ্দেশ্য শুধু একটুকুই বলব যে, একটিমাত্র একাউন্ট ব্যবহার করুন, এতে সকলেই নিজ নিজ হকের রিওয়ার্ড বা লাভ পাবেন । অযথা একের অধিক একাউন্ট ব্যবহার করে তো শেষ পর্যন্ত একাউন্ট সব ব্যান হবে। কারণ “
Quote
চোরের দশদিন ,গেরস্তের একদিনই যথেষ্ট।


আপনার সাথে আমি সহমত, একের ওদিক একাউন্ট অনেকই করে থাকে যার ফলে অন্যরা রিওয়ার্ড কম পায়, তবে আমি দেখেছি যে অনেকই দুটার ও বেশি আইডি চালায় যা খুবই খারাপ, চোরেরা কিন্তু একদিন না একদিন ভুল করেই এবং ঠিকই ধরা খায়, চোরের দশদিন ,গেরস্তের একদিন এটাই বাস্তব.