ফোরামে মাল্টিপল আইডি চালানোর অনুমতি আছে। তবে আপনার কোন আইডি যদি ব্যান হয়ে যায় তবে বাকি আইডি অটোব্যান হয়ে যাবে।
একে Ban evasion বলে।
অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা জানানোর জন্য। কিন্তু আপনি নিজে যে
ব্যান অমান্য করে বিভিন্ন চাতুরীর মাধ্যমে এখাধিক একাউন্ট ব্যবহার করছেন তার জন্য কি বলবেন?
রেফারেন্সঃ অন্যদেরকে অনুপ্রেরণা দেয়া সত্যি মহৎ কাজ কিন্তু দয়া করে সবাই যদি একটু সততা নিয়ে এই কমিউনিটিতে অন্যকে সাহায্য করি তাইলে আমাদের দেশের অন্যরা
কাকাতুয়ার মত বিশাল
চোর-বাটপার হবার অনুপ্রেরণা পাবে না।
@rumu এবং
@ZaraCB যে একজন হোল্ড করে, সেটি তার ইথিরিয়াম এড্রেস পাবলিক করার পর বুঝতে পেরেছিলাম । কিন্তু কোনো উদ্যোগ নেই নি, কারণ অযথা বিবাদ সৃষ্টি করা আমার জন্য কিছুটা বিপদের/রিস্কের হবে। কিন্তু আপনি এই বিষয়টি তুলে ধরেছেন , এতে খুশি হয়েছি। এখন থেকে কাউকে মেরিট দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। যাই হোক, আপনার স্ক্যাম বাস্টিং কাজের জন্য শুভকামনা রইল। কাকাতুয়া বাংলাদেশিদের জন্য সত্যিই লজ্জার কারণ। এর থেকে বেশি আমার বলার কিছু নেই। যদিও আমি তার কিছু বাউন্টিতে কাজ করেছি। শেষ Clickgem বাউন্টিতে কাজ করি, যেটাতে ভন্ডামির কাহিনী অবশ্য তুলে ধরেছেন।