আমি বুঝি না এতগুলো বছর হল ক্রিপ্ট চালু হয়েছে কিন্তু বাংলাদেশী মানুষ এখনো এ নিয়ে তেমন একটা ধারনা রাখে না যেখানে সারা বিশ্ব এ নিয়ে অবগত!! আর বাংলাদেশে একজনো এর বৈধতা প্রদান করা হয় নাই যার কারনে আমাদের প্রতিনিয়ত চোর বাটপার এর কাছে ধোকা খেতে হচ্ছে অথচ আজ যদি এর বৈধতা থাকত এটা কত মানুষ এর একটি ইনকাম এর সুযোগ করে দিত!! এছারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত এর বৈধতা আছে!! এমন কোন দেশ নেই যেখানে ক্রিপ্ট এর ব্যবহার নাই!!
অনেকগুলো কারণে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ । প্রথমত ক্রিপ্টো কারেন্সি ট্রেস করা খুব কঠিন । বলতে গেলে ইম্পসিবল । আর আমাদের দেশে এরকম কোনো উন্নত টেকনোলজি ও নেই যার সাহায্যে অবৈধ কাজে ব্যাবহার করা ক্রিপ্টো কারেন্সির ট্রেস করবে । দ্বিতীয়ত মানি লন্ডারিং খুবই বেশ হয় আমাদের দেশে উন্নত দেশের তুলনায়, ক্রিপ্টো কারেন্সি বৈধতা পেলে মানি লন্ডারিং আরও বেড়ে যাবে, যা ফলপ্রসু নয় । এর ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো নষ্ট হবে ।
তবে এই সকল সমস্যা এর জন্য ক্রিপ্টো কারেন্সি অবৈধ ঘোষণা করাও সঠিক নয় । আমাদের আরো উন্নত ব্যাবস্থা নেয়া দরকার যাতে করে আমরা ক্রিপ্টো কারেন্সির ব্যাবহার ও করতে পারি আবার এর অপব্যাবহার ও রোধ করতে পারি । আশা করি একদিন এই সমস্যার সমাধান হবে ।
তবে আমাদের সরকার অকাজে কুকাজে টাকা দিবে কিন্তু টেকনোলজি উন্নয়নে টাকা দিবে না । তাই আশা করাও বোকামি ।