Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Little Mouse
on 03/05/2020, 03:06:11 UTC
অনেকগুলো কারণে বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি অবৈধ । প্রথমত ক্রিপ্টো কারেন্সি ট্রেস করা খুব কঠিন । বলতে গেলে ইম্পসিবল । আর আমাদের দেশে এরকম কোনো উন্নত টেকনোলজি ও নেই যার সাহায্যে অবৈধ কাজে ব্যাবহার করা ক্রিপ্টো কারেন্সির ট্রেস করবে । দ্বিতীয়ত মানি লন্ডারিং খুবই বেশ হয় আমাদের দেশে উন্নত দেশের তুলনায়, ক্রিপ্টো কারেন্সি বৈধতা পেলে মানি লন্ডারিং আরও বেড়ে যাবে, যা ফলপ্রসু নয় । এর ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো নষ্ট হবে ।
মানি লন্ডারিং বাড়বে সে জন্য বিটকয়েন কে অবৈধ না করে কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করা যায় সব সরকার সে দিকেই নজর দেয়। মুল কথা হল সরকার জনগণের উপর আগের মত প্রভাব ফেলতে পারবে না।
বিটকয়েন কিভাবে আমাদের উপকারে আসতে পারে তার ছোট একটি উদাহরণ দেই, এইটা আমার ব্যক্তিগত মতামত। এইখানে আমি ভুল হতেও পারি।
আমাদের দেশে অনেক সরকারী কাজের জন্য জনগণ যে ফি দিয়ে থাকে সেটা কতটুকু সরকারের তহবিলে যায় তা আমরা সবাই জানি। যেমন ধরুন, সরকারী হাসপাতালে টেস্ট করতে নামমাত্র ফি দিতে হয়। সেই ফিতে কতটা ফাঁকি চলে সেটা গেলেই বুঝতে পারবেন। আমরা হয়ত পড়ালেখা জানা মানুষ, সবকিছু ডকুমেন্ট নিচ্ছি কিন্তু কয়জন মানুষ সেটা নিচ্ছে? ফলস্বরুপ, সরকারের তহবিলে অনেকগুলো টাকা যাচ্ছে না। এখন ধরুন, ব্লকচেইনের সাহায্যে একটি কারেন্সি করা হল এবং শুধুমাত্র উক্ত কারেন্সি দিয়েই পেমেন্ট করা যাবে একটি নির্দিষ্ট এড্রেসে, সে ক্ষেত্রে এই চুরির সুযোগ থাকতো না।
ক্রিপ্টোর খারাপ দিকের চাইতে ভালো দিকই বেশি।