মানি লন্ডারিং বাড়বে সে জন্য বিটকয়েন কে অবৈধ না করে কিভাবে মানি লন্ডারিং প্রতিরোধ করা যায় সব সরকার সে দিকেই নজর দেয়। মুল কথা হল সরকার জনগণের উপর আগের মত প্রভাব ফেলতে পারবে না।
আমি ভাই আপনার কথার সাথে একমত কিন্তু আপনি আমি আশা করি উভয়েই জানি একটি সরকার কখনোই বিটকয়েনকে বৈধ করে মানি লন্ডারিং কে থামাতে পারবেনা।কারন বিটকয়েন কখনোই মানি আদান প্রদানে সরকারকে কোন নিরাপত্তা দেয়না। তাই এটা যে কোন সরকারের জন্য নিরাপত্তাহীন একটা মাধ্যম।তবে ব্যক্তিগত চিন্তা করলে অবশ্যই নিরাপদ একটি মাধ্যম।
বিটকয়েন কিভাবে আমাদের উপকারে আসতে পারে তার ছোট একটি উদাহরণ দেই, এইটা আমার ব্যক্তিগত মতামত। এইখানে আমি ভুল হতেও পারি।
[/quote
আমি বলব এই মতামতে আপনি অবশ্যই ভুল কেননা সার্বজনীন ভাবে চিন্তা করলে বিটকয়েন এর নিরাপদ বিনিময় সুবিধা আমাদের কিছু ক্ষেত্রে সমাধান দিলেও একটি সরকার ও দেশকেই নিমিষেই বিপদে ফেলতে পারে এই বিটকয়েন। আর এটা হতে পারে কালো টাকার একটি নিরাপদ সঞ্চয়ের মাধ্যম, হতে পারে মানি লন্ডারিং এবং আরো অনেক কিছুই। তাই আমি বলব বিটকয়েনকে বৈধ করার আগে অবশ্যই আগে সরকারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।