ট্রেডিং হলো অনলাইন ইনকামের অন্যতম জন প্রিয় মাধ্যম,তবে ভালো করে ট্রেডিং করে কিভাবে কেও বলবেন কি দয়া করে সাহায্য করুন....??
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং আর ফরেক্স বা অন্য ট্রেডিং কিন্তু এক নই। তাই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে একটু ধারনা নিতে গুগল করতে পারেন। আশা করা যায় কিছু ধারনা পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভাল ট্রেডিং নির্ভর করে ভাল প্রাকটিস এবং ভাল দক্ষতার উপর। আর নিয়মিত প্রাকটিসই আপনাকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলবে।
ভাই ট্রেডিং যেমন লাভ আছে তেমনি ঝুকি রয়েছে। আপনি যদি ভালোভাবে বুঝেশুনে কাজ করতে পারেন তাহলে ভালো একটা প্রফিট পাবেন। এজন্য আপনাকে ক্রিপ্টোকরেন্সি সমন্ধে ভালো অভিঙ্গ হতে হবে আর আপনার সাপট রেজিস্ট্রিার সমন্ধে ধারণা থাকতে হবে।
ভাই একটু কষ্ট করে গুগোল মামার কাছে সাহায্য নেন।
ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন।