বিটকয়েটক ফোরামে একাউন্ট করছি অনেক দিন হলো। মোটামুটি কিছু নিয়ম-কানুন জানি কিন্তু বাউন্টির কাজ ভালোভাবে বুঝি না বলে কোনো বাউন্টিতে পারটিসিপেট করি না। বাউন্টি বলে অনেক স্ক্যাম হয় আর স্ক্যাম বাউন্টিতে জয়েন করলে আইডি অনেক প্রব্লেম ফেস করতে হয়। কোনটা স্ক্যাম বাউন্টি আর কোনটা রিয়েল বাউন্টি ধরতে পারি না বলে জয়েন হই না। এখন যারা বাউন্টির কাজ করেন তাদের কাছে প্রশ্ন বাউন্টি বিষয় নিয়ে আলোচনা করলে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারতাম বা কাজ করতে পারতাম।
Jader rank valo, oi sokol bounty manager er kaj korte paren. Mone rakhben manager kintu campaign manage kore, project scam hobe na legit hobe eta manager sob somoy janbe ta noy. Notun hushebe facebook, twitter bounty korte paren, jodi apnar follower beshi hoy, income korte parben. Mone rakhben, forum theke income kora khub sohoj noy, honesty niye kaj korun, regular kaj korun. Amra sobai notun chilam, sobai aste aste shikhechi. Help lagle bolte paren
ভাই এতটুকু তথ্য কনভে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাউন্টি বিষয়ক অনেক কিছু জনার আছে আপনার সাথে কন্টাক্ট করতে পারলে আমি অনেক উপকৃত হতাম। যাইহোক ভাই ধরেন একটা বাউন্টিতে জয়েন হলাম তারপর টুইটার ক্যাম্পেইন করলাম রিপ্লে থেকে পোস্ট টা করলাম তারপর সাপ্তাহিক কাজ টা কিভাবে করে। মানে ভাই একটা বাউন্টি তো কয়েক সাপ্তহ হয় পরের সাপ্তহ কিভাবে কাজ করবো সেটাতো ভাই বুঝিনা।
একটা বাউন্টির কাজ ধাপে ধাপে কেমনে কি বা কিভাবে সাপ্তাহিক কাজ করতে হয়।
যদি বলতেন ভাই তাহলে মনে হয় অনেকটা ধাপ এগিয়ে যাইতাম।