আমি এখানে একদম নতুন এক ভাইয়ের মাধ্যমে এই সাইটের ব্যাপারে জানতে পারি!! আমাকে আপ্নারা সবাই হেল্প করুন আপ্নাদের সাহায্য আশা করছি!
আমি কিভাবে রেংক বাড়াতে পারি?
এই বিষয়ে আপনার পোস্টের আগের পোস্টে আলোচনা করা হয়েছে ঐ গুলো ফলো করুন। আশা করি বুজতে পারবেন।
ভাই এতটুকু তথ্য কনভে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাউন্টি বিষয়ক অনেক কিছু জনার আছে আপনার সাথে কন্টাক্ট করতে পারলে আমি অনেক উপকৃত হতাম। যাইহোক ভাই ধরেন একটা বাউন্টিতে জয়েন হলাম তারপর টুইটার ক্যাম্পেইন করলাম রিপ্লে থেকে পোস্ট টা করলাম তারপর সাপ্তাহিক কাজ টা কিভাবে করে। মানে ভাই একটা বাউন্টি তো কয়েক সাপ্তহ হয় পরের সাপ্তহ কিভাবে কাজ করবো সেটাতো ভাই বুঝিনা।
একটা বাউন্টির কাজ ধাপে ধাপে কেমনে কি বা কিভাবে সাপ্তাহিক কাজ করতে হয়।
যদি বলতেন ভাই তাহলে মনে হয় অনেকটা ধাপ এগিয়ে যাইতাম।
প্রত্যেক বাউন্টি এর রুলস আছে। আগে রুলসে পড়ে নিবেন যে সপ্তাহে কতটি টুইট এবং রিটুইট করতে হবে। তারপর প্রতি সপ্তাহে ঐ পরিমান টুইট/রিটুইট করে কাজ জমা দিতে হবে।
যেসব বাউন্টির কাজ ফর্মে দিতে হয় তা ফর্মে দিবেন৷ আর বাকি গুলো বাউন্টি থ্রেডে পোস্টকরে জমা দিবেন। কোনো কোনো বাউন্টি তে প্রতি সপ্তাহে নতুন পোস্ট ক্রিয়েট করে কাজ জমা দিতে হয় আবার কোনোটাতে একটি পোস্টকেই বার বার ইডিট করে প্রতি সপ্তাহের কাজ যোগ করতে হয়। এক্ষেত্রেআপনি রুলস পরে নিবেন যে ম্যানেজার কোনটা চাইছে।
আর কোনো বিষয়ে জানতে চাইলে জানাতে পারেন উত্তর দিতে চেষ্টা করব৷ আপনি দেখলাম যে ফুল পোস্ট কুয়োট করে রিপ্লাই দেন। ফুল পোস্ট কুয়োট না করে যতটুকু প্রয়োজন ততটুকু পোস্ট কুয়োট করুন। যেমন এই পোস্টে আমি শুধু আপনার পোস্টের অংশ কুয়োট করেছি আপনার আগে যে malekbaba রিপ্লাইকরেছে ঐটা কুয়োট করিনি।