এই টোকেনটির শুধুমাত্র হাইপ/ফোমো তৈরি হইছিল যে, এটি হতে যাচ্ছে পরবর্তী Compound টোকেন । কারণ Compound টোকেন যখন শুরু হয়,তখন এর মূল্য ছিল মাত্র $৬০ এবং এটি পরবর্তীতে $৩০০+ মূল্যে পৌছায় এবং যারা ইনভেস্ট/বিনিয়োগ করছিলেন, তারা প্রায় ৪-৫গুণ লাভ করে। কিন্তু এখানে একটি বিষয় সকলের লক্ষ্য করা উচিত, Compound টোকেনের মূল্য এত বূদ্ধির একটি সবচেয়ে বড় কারণ হলো এটি Coinbase এ লিস্ট হয় । আর যারা ক্রিপ্টো নিয়ে সবসময় বিশ্লেষণ করেন, তারা জানেন যে, যদি কোনো টোকেন/কয়েন Coinbase এ লিস্ট হয়, তখন সেই কয়েনের মূল্যের বূদ্ধি হয় অর্থ্যাৎ কয়েন/টোকেন পাম্প হয়। এটি ছিল সবচেয়ে বড় একটি কারণ যার জন্য Compound টোকেনের মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও Binance এ লিস্টিং এর খবরও শুরুদিকে ক্রিপ্টো-লাভারদের মধ্যে আলোচনার বিষয় ছিল। আর এই ধারাবাহিকতায় DMM Governance টোকেনটি শুরু হলে হাইপ/ফোমো তৈরি হয় এবং এটির মূল্য প্রায় ২ গুণে চলে যায়। কিন্তু হাইপ বা ফোমো বেশিদিন টেকসই হয় না, তাই পরবর্তীতে মূল্যের অধপতন হয় এবং আবার বৃদ্ধি হতে শুরু করে। তবে আপনি চাইলে ট্রেড করতে পারেন , কিন্তু কখনোই অনেকদিনের জন্য হোল্ড করার চিন্তা না করলে ভালো। শুধুমাত্র কম সময়ের জন্য ট্রেড করুন এবং লাভ হলেই ওই কয়েন/টোকেন থেকে সরে পড়ুন। অন্যকোনো ভালো কয়েনে ইভেন্ট দেখে ট্রেড শুরু করেন। এতে অল্প লাভ হলেও বেশি ক্ষতির সম্ভাবনা কম।
যখন post দিসিলাম, ঐটা ১ ডলার মতন আসিল। সেইখান দিয়া প্রায় ১.৭৫ ডলার অব্দি গেসলো। অহন আবার খানিকটা কমসে দেখতাসি।
আচ্ছা ভাইয়ারা আমার আরেকটা একাউন্ট ছিলো যেটা কালকে হঠাৎ লক করে দেয় এবং ফোরাম থেকেও আমাকে লক করে দেয়া হয়.... কিন্তু কেনো করলো বুজতেছিনা.. আমি তাদেরকে মেইল করছি কোনো কাজ হচ্ছে না...কি করলে আইডি পাবো কেউ জানলে জানাবেন! ধন্যবাদ
আইডি লিংক
https://bitcointalk.org/index.php?action=profile;u=1973924এইটা লইয়া এইখানে জিগান -
https://bitcointalk.org/index.php?board=24.0আমি বিটকয়েনে নতুন। তাই আমি বিটকয়েন সম্পর্কে জানতে চাই।
বিটকয়েন শিখনের লাইগা এইখানে শুরু করেন -
https://bitcoin.org/en/getting-started