Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 03/07/2020, 18:46:20 UTC
যখন post দিসিলাম, ঐটা ১ ডলার মতন আসিল। সেইখান দিয়া প্রায় ১.৭৫ ডলার অব্দি গেসলো। অহন আবার খানিকটা কমসে দেখতাসি।

আপনি যদি চান শর্ট ট্রেড করতে পারেন ,কিন্তু নিজের বিচার-বিশ্লেষণ করার পর এবং অবশ্যই চেষ্টা করবেন স্টপ-লস ব্যবহার করার। তবে আমার কাছে মনে হচ্ছে Compound ও DMM টোকেন দুইটি শুধুমাত্র হাইপের উপর চলতেছে। কারণ Compound টোকেনের এমন মূল্য বৃদ্ধির পর থেকে অনেক Defi প্রজেক্ট মার্কেটে চালু হচ্ছে , যেগুলো কিছুদিন আগে পর্যন্ত মার্কেট ছাড়ার পর্যায়ে ছিল। তাই এখন কেউ Defi প্রজেক্টে যদি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই নিজেদের রিস্কে ট্রেড করিয়েন এবং অন্যদের ট্রেডিং কপি না করায় ভালো।