Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bangladesh)
by
Review Master
on 07/07/2020, 04:38:23 UTC
Sorry for the long post.Ar ami ki ai forum e Banglish likte parbo Ami Bangla likhte onek problem face kori.
~

@Review_Master আপনাকে ধন্যবাদ খুব সুন্দর করে সবসময় তথ্যবহুল পোস্ট করে সাহায্য করার জন্যে, কিন্ত কিছু বিষয় মনে রাখা জরুরী যেমন কোনো ছবি বা কোনো পোস্ট যদি আপনার না হয় তাহলে অবসশই "quote" করে পোস্ট করতে হবে এছারা আপনার পরোবর্তিতে  সমস্যা হতে পারে যেহেতু অন্যের তথ্য ব্যবহার করলে কোনো সোর্স লিঙ্ক বা "quote" না করলে সেটা প্যালগোরাইজ হিসেবে গন্য করা হয়, আশা করি পরবর্তিতে পোস্ট করার সময়  একটু সতর্কতার সাথে পোস্ট করবেন আশা করি সামনে ভালো কিছু করতে পারেবেন, শুভ কামনা রইল।

ধন্যবাদ @Salauddin1994 এই বিষয়টি বলার জন্য। কিন্তু আপনার ও সকলের অবগতির জন্য বলব যে, উক্ত ছবিটি আমার নিজের কম্পিউটারের "Snipping Tool" সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নেয়ার পর অতিরিক্ত অংশ ক্রপ করে বাদ দিয়েছি। তার প্রমাণ হিসেবে আপনি ছবিটির ডানদিকের প্রস্থ বরাবর লক্ষ্য করুন, তাহলে দেখবেন যে কিছু হলুদ ও নীল রং রয়েছে, যা আমার গুগল স্প্রেডশিটের কলামের রং (আমি স্প্রেডশিটে কাজ করার সময় স্ক্রিনশটটি নিয়েছি)। আর আমি কপিরাইট কিংবা প্লেজারিজম সম্পর্কে জানি এবং সর্বাত্নক মানার চেষ্টা করি । এইজন্য আমি অন্যকোনো সোর্স থেকে কোনোকিছু আমার পোষ্টে লেখলে সেখানে অবশ্যই ক্রেডিট দেই। তবে আপনাকে আবার ধন্যবাদ জানাই সকলের জন্য বিষয়টি তুলে ধরার জন্য।  Wink Cheesy