Trust wallet থেকে ethereum সেন্ড করতে যাবার সময় দেখলাম ethereum অনেক fee চাচ্ছে এত fee চাওয়ার কারণটা কি । 1 doller ethereum send করার জন্য 1 doller fee নিচ্ছে । Fee কম করার কি কোন উপায় আছে । যদি থাকে তাহলে আমাকে সাহায্য করুন
এর প্রধান কারণ হলো ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি অনেক এবং এটি আমার দেখা ২০১৮ সালের পর সবচেয়ে বেশি ট্রান্সজেকশন/গ্যাস ফি। আপনি ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি
https://etherscan.io/gasTracker ওয়েবসাইটতে পর্যবেক্ষণ করতে পারবেন এবং বর্তমানে ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি হচ্ছে ১১৭ জিওই (gwei) । আর ইথিরিয়ামের ট্রান্সজেকশন/গ্যাস ফি মূলত এই জিওই (gwei) ও গ্যাস লিমিটের (যেটির রেঞ্জ ২১,০০০ থেকে ৫০০,০০০ হয়) গুণফল হয়। আর এখনকার ট্রান্সজেকশন/গ্যাস ফি অনেক বেশি হওয়ার কারণে আপনার এত ফি লাগছে। এছাড়া সাধারণত সেন্ট্রালাইজ ওয়ালেটগুলোতে একটা নির্দিষ্ট ট্রান্সজেকশন/গ্যাস ফি দেওয়া থাকে, অনেক ওয়ালেটে তো এটা পরিবর্তনের উপায় থাকে না। তাই সকলের উচিত MyEtherWallet কিংবা MewConnect অথবা MetaMask ব্যবহার করা উচিত।
আসলেই এত ফি আমি কখনো দিতে দেখি নাই। অসম্ভব বেশি ফি নিচ্ছে এখন এর ট্রাঞ্জেকশনে। গতকাল একটি টোকেন ১৫০টা আমি এক এক্সেঞ্জার এ পাঠাতে চেয়েছিলাম ফি চাইছে ১.১৩$ যা অনেক বেশি। সাধারনত এই ট্রাঞ্জেকশন মাত্র ২০-৪০সেন্ট দিয়েই করা যেত।ইথার ওয়ালেট থেকে কয়েনবেসে আনতে গেলাম ঐ টাও ২$ ফি চেয়ে বসে আছে। এমন হলে ইথারিয়াম ইউসার দের কপালে দুঃখ আছে। এতে করে অনেক ব্যবহারকারী ইথারিয়াম নেটওয়ার্ক ব্যবহারে অনাগ্রহী হয়ে যাবে।